network devices | repeater | hub meaning | networking devices
networking devices বলতে বুঝি নেটওয়ার্কে ব্যবহৃত devices বা যন্ত্রপাতি।
যেমনঃ- কম্পিউটার,মোবাইল।কিন্তু এগুলো ছাড়াও নেটওয়ার্কে ব্যবহৃত কিছু devices এর নাম জানবো,যেগুলি খুব গুরুত্বপূর্ণ।
নেটওয়ার্ক এর অর্থ কি? একসাথে অনেকগুলি নোড বা যন্ত্রাংশ একসাথে সংযুক্ত করা।হাব হল ঠিক এরকমই একটি ডিভাইস বা যন্ত্রাংশ যা একাধিক নোড কে একত্রে সংযুক্ত করে।এতে পোর্টের সংখ্যা 4,8,16 ইত্যাদি হয়। তবে সর্বোচ্চ এতে পোর্টের সংখ্যা 24 টি পর্যন্ত হতে পারে।এবং এই নেটওয়ার্ক 100 মিটার এরিয়ার মধ্যে বিস্তৃত থাকে।
কোনো ডেটা একই ক্ষমতা বা বেগ ধরে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারে না।যেরকম আমাদের শক্তি কমে গেলে তা বাড়াতে খাদ্য গ্রহন করি।রিপিটার কোনো দুর্বল সংকেত কে জোরালো করে।তবে কেবলমাত্র সংকেত জোরালোই করে না,কোনো সংকেত কে দ্বিগুন পর্যন্ত গতি দেয়।তবে রিপিটার ডেটার অভিমুখ নির্ধারণ করতে পারে না। অর্থাৎ ডেটা কোন দিকে পরিবাহিত হবে তা নির্ধারণ করতে পারে না।
স্যুইচ দেখতে অনেকটি হাব এর মতো এবং কাজও অনেকটা হাবের মতো হলেও একটু পার্থক্য আছে।হাবের মাধ্যমে তথ্য পাঠানো হলে,ডেটা প্রতিটি কম্পিউটারে চলে যায়।অর্থাৎ কোনো একটি কম্পিউটারে,হাব থেকে পাঠানো ডেটা ঐ নেটওয়ার্কে থাকা সমস্ত কম্পিউটার গুলি পাবে।কিন্তু যদি স্যুইচের মাধ্যমে ডেটা পাঠানো হয় তাহলে যে কম্পিউটারে ডেটা পাঠানো হবে, কেবলমাত্র সেই কম্পিউটারই ঐ ডেটা টি পাবে।এরফলে ডেটার সুরক্ষা বজায় থাকে।
ডেটা কোন পথে পরিচালিত হবে তা নির্ধারণ করে ব্রিজ।কয়েকটি ছোট ছোট নেটওয়ার্ক সংযুক্ত হয়ে একটি বড়ো নেটওয়ার্ক হয়।ব্রিজ আবার একটি বড়ো নেটওয়ার্ককে একটি ছোট ছোট নেটওয়ার্ককে ভাগ করতে পারে।ব্রিজ,যে অংশে ডেটা প্রেরনের প্রয়োজন নেই সেই অংশে ডেটা প্রেরন করে না।
রাওটার এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে ডেটা পাঠানোর পদ্ধতিকে নিয়ত্রন করে। এক কম্পিউটার যখন ডেটা প্রেরন করে,প্রেরক কম্পিউটার তখন গ্রাহক কম্পিউটারের খোঁজ করে,কোন আইপি অ্যাড্রেসে যাবে।যদি প্রেরক ও গ্রাহক একই নেটওয়ার্ক এর অন্তর্গত হয় তবে রাওটার ডেটা প্রেরন করে।যদি একই নেটওয়ার্ক ভুক্ত না হয় তাহলে প্রেরন করে না।
যেমনঃ- কম্পিউটার,মোবাইল।কিন্তু এগুলো ছাড়াও নেটওয়ার্কে ব্যবহৃত কিছু devices এর নাম জানবো,যেগুলি খুব গুরুত্বপূর্ণ।
hub meaning
![]() |
HUB |
নেটওয়ার্ক এর অর্থ কি? একসাথে অনেকগুলি নোড বা যন্ত্রাংশ একসাথে সংযুক্ত করা।হাব হল ঠিক এরকমই একটি ডিভাইস বা যন্ত্রাংশ যা একাধিক নোড কে একত্রে সংযুক্ত করে।এতে পোর্টের সংখ্যা 4,8,16 ইত্যাদি হয়। তবে সর্বোচ্চ এতে পোর্টের সংখ্যা 24 টি পর্যন্ত হতে পারে।এবং এই নেটওয়ার্ক 100 মিটার এরিয়ার মধ্যে বিস্তৃত থাকে।
repeater
![]() |
Repeater |
কোনো ডেটা একই ক্ষমতা বা বেগ ধরে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারে না।যেরকম আমাদের শক্তি কমে গেলে তা বাড়াতে খাদ্য গ্রহন করি।রিপিটার কোনো দুর্বল সংকেত কে জোরালো করে।তবে কেবলমাত্র সংকেত জোরালোই করে না,কোনো সংকেত কে দ্বিগুন পর্যন্ত গতি দেয়।তবে রিপিটার ডেটার অভিমুখ নির্ধারণ করতে পারে না। অর্থাৎ ডেটা কোন দিকে পরিবাহিত হবে তা নির্ধারণ করতে পারে না।
switch in networking
![]() |
Switch |
স্যুইচ দেখতে অনেকটি হাব এর মতো এবং কাজও অনেকটা হাবের মতো হলেও একটু পার্থক্য আছে।হাবের মাধ্যমে তথ্য পাঠানো হলে,ডেটা প্রতিটি কম্পিউটারে চলে যায়।অর্থাৎ কোনো একটি কম্পিউটারে,হাব থেকে পাঠানো ডেটা ঐ নেটওয়ার্কে থাকা সমস্ত কম্পিউটার গুলি পাবে।কিন্তু যদি স্যুইচের মাধ্যমে ডেটা পাঠানো হয় তাহলে যে কম্পিউটারে ডেটা পাঠানো হবে, কেবলমাত্র সেই কম্পিউটারই ঐ ডেটা টি পাবে।এরফলে ডেটার সুরক্ষা বজায় থাকে।
bridge in networking
![]() |
Bridge |
ডেটা কোন পথে পরিচালিত হবে তা নির্ধারণ করে ব্রিজ।কয়েকটি ছোট ছোট নেটওয়ার্ক সংযুক্ত হয়ে একটি বড়ো নেটওয়ার্ক হয়।ব্রিজ আবার একটি বড়ো নেটওয়ার্ককে একটি ছোট ছোট নেটওয়ার্ককে ভাগ করতে পারে।ব্রিজ,যে অংশে ডেটা প্রেরনের প্রয়োজন নেই সেই অংশে ডেটা প্রেরন করে না।
Router
![]() |
Router |
রাওটার এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে ডেটা পাঠানোর পদ্ধতিকে নিয়ত্রন করে। এক কম্পিউটার যখন ডেটা প্রেরন করে,প্রেরক কম্পিউটার তখন গ্রাহক কম্পিউটারের খোঁজ করে,কোন আইপি অ্যাড্রেসে যাবে।যদি প্রেরক ও গ্রাহক একই নেটওয়ার্ক এর অন্তর্গত হয় তবে রাওটার ডেটা প্রেরন করে।যদি একই নেটওয়ার্ক ভুক্ত না হয় তাহলে প্রেরন করে না।
No comments