ISP | WWW | Web Bowser | Search Engine | Social Networking
![]() |
ISP | WWW | Web Bowser | Search Engine | Social Networking |
What is ISP?-আই এস পি কি?
ISP-এর পুরো নাম Internet Service Provider-ইন্টারনেট সার্ভিস প্রভাইডার।ধরো আমি এখান থেকে আমেরিকার একটি বন্ধুকে ভিডিও পাঠাবো। কিন্তু কেবল মাত্র দুটো কম্পিউটার থাকলেই তো হবে না,এক কম্পিউটারের সাথে অপর কম্পিউটারটি যুক্ত বা কানেক্ট থাকতে হবে,তবেই তো ডেটা পাঠানো সম্ভব।
আমরা যে ইন্টারনেট ব্যবহার করি,সেগুলি আসলে কি? একটি মোবাইলকে ওয়াই-ফাই এর সাথে কানেক্ট করি।কিন্তু এই ইন্টারনেট তার বিহীন নয়,এক দেশের সাথে অপর দেশ তারের মাধ্যমে তথা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত আছে।যেহেতু ইন্টারনেট সার্ভিস প্রভাইডার রা এই তার গুলো বিস্তার করে রেখেছে তাই তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহারের অধিকার দেয়।
বিভিন্ন প্রকার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার হল
- Jio
- Airtel
- Vodafone
- VSNL(এটি একটি ন্যাশনাল ইন্টারনেট সার্ভিস প্রভাইডার,যা সমগ্র ভারতবর্ষে ইন্টারনেট সার্ভিস প্রদান করে।)
What is www?-ডবলু ডবলু ডবলু কি?
www-এর পুরো নাম World Wide Web. বর্তমানে ইন্টারনেট বলতে www কেই বোঝানো হয়।www-হল ইন্টারনেটে সমস্ত প্রোটকলের সম্বলিত রুপ।অর্থাৎ ইন্টারনেটের সমস্ত প্রোটকল ও পরিষেবা এই www তেই পাওয়া যায়।What is web Bowser?-ওয়েব ব্রাউজার কি?
যে সকল সফটওয়্যার দ্বারা ইন্টারনেটের সমস্ত কাজ সম্পাদন করা হয় তাকেই ওয়েব ব্রাউজার বলে।ওয়েব ব্রাউজারে হাইপার লিংকিং এর মাধ্যমে এক পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়া হয় তথা ওয়েব ব্রাউজিং করা হয়।বিভিন্ন প্রকার ওয়েব ব্রাউজার হল
- Google chrome
- Opera
- Fire Fox
- Internet Explorer
- Mozaic
What is Search Engine?-সার্চ ইঞ্জিন কি?
সার্চ কথার অর্থ হল খোঁজা এবং ইঞ্জিন অর্থাৎ যে দ্রুততার সাথে কাজ সম্পাদন করে।অর্থাৎ সেকল ওয়েবসাইট,ইন্টারনেটে বিশাল তথ্যের ভান্ডার থেকে প্রয়োজনীয় এবং সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করে,তাদের সার্চ ইঞ্জিন বলে।
কয়েকটি সার্চ ইঞ্জিন হল
- Google.com
- Yahoo.com
- Ask.com
তবে এখন গুগল সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন।
What is Social Networking?-সোস্যাল নেটওয়ার্কিং সাইট কি?
ইন্টারনেটে যে নেটওয়ার্ক এর মাধ্যমে সমস্ত মানুষ একে অপরের সাথে যুক্ত হয় তাকেই বলে সোস্যাল নেটওয়ার্কিং সাইট।কিছু সোস্যাল নেটওয়ার্কিং সাইটের উদাহরন হল
- Facebook.com
- Twitter.com
- Myspace.com
এখন সব থেকে জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট হল ফেসবুক।তবে ফেসবুক সর্ব ফাস্ট সোস্যাল নেটওয়ার্কিং সাইট নয়। সর্ব প্রথম সোস্যাল নেটওয়ার্কিং সাইট হল SixDegree.com. এর পর আসে ryze.com. তারপর আসে Orkut.com. এবং 2003 সালে মার্ক জুকেরবার্ক একটি ওয়েব সাইট চালু করে। যা পরবর্তী কালে রূপান্তরিত হয়ে Facebook নামে জনপ্রিয় হয়ে উঠে।
এই ছিল আজকের মত।ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।এবং নিয়মিত আপডেট পেতে ইমেল সাবস্ক্রাইবের মাধ্যমে কানেক্ট হতে পারো।
No comments