ip address-আইপি অ্যাড্রেস | domain name system-ডোমেন নেম সিস্টেম | URL ইউ আর এল
![]() |
IP Address-Domain name system-URL |
What is Ip Address-Ip Address কি?
Ip কথাটির অর্থ হল internet protocol. ধরো তোমার বন্ধু তোমাকে চিঠি লিখেছে। পোস্ট-ম্যান কে চিঠি টা তোমার বাড়িতে পৌঁছাতে গেলে তোমার থিকানা জানতে হবে? তাই তো? ঠিক একই রকম ভাবে কম্পিউটার থেকে আরেক কম্পিউটার এ তথ্য প্রেরন করতে গেলেও,প্রতিটি কম্পিউটারের নির্দিষ্ট ঠিকানা থাকতে হবে। এই IP Address হল কম্পিউটার এর ঠিকানা।প্রতিটি কম্পিউটার এর IP Address আলাদা আলাদ হয়।
IP Address দুটি অংশে বিভক্ত থাকে।
- নেট আইডি-Network ID
- হোস্ট আইডি-Host ID
IP address দশমিক সংখ্যায় লেখা হয়। যেমন-192.133.50.2 এখানে "192.133.50" টি হল নেটওয়ার্ক আইডি। এবং "2" টি হল হোস্ট আইডি।
Domain Name system-ডোমেন নেম সিস্টেম
আমরা অত বড়ো আই পি অ্যাড্রেস কে মনে রাখতে পারি না,সেক্ষেত্রে কাজে নেওয়া হয় ডোমেন নেম। আর ডোমেন নেম সিস্টেম কোনো ডোমেনকে আইপি অ্যাড্রেস এ রূপান্তর করে।ডোমেন কে আইপি অ্যাড্রেস এ রূপান্তরের কারন-মেসিন তথা কম্পিউটার মানুষের ভাষা বোঝে না,তাই এটিকে আইপি অ্যাড্রেস তথা মেসিনের বোধগম্য ভাষাতে রূপান্তর করা হয়।অপরদিকে অত বড়ো IP address মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না,তাই সেটিকে মানুষের মনে রাখার সুবিধার্থে নাম আকারে তথা ডোমেন নেম এ প্রয়োজন হয়।
উদাহরণঃ- আমরা যখন কাউকে কল করি,আসলে কিন্তু তার মোবাইল নাম্বারে কল করি কিন্তু মনে রাখার সুবিধার্থে ফোনে নাম সেভ করে রাখি।কল করার সময় ঐ নামটি সার্চ করে কল করি,তখন নামটি নাম্বারে রূপান্তরিত হয়ে,কল যায়।
What is URL?-ইউ আর এল কি?
প্রতিটি পেজের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে।ঐ ঠিকানাটি হল URL.
এর পুরো নাম Uniform Resource Locator-ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
এর মোট চারটি অংশ থাকে
- Protocol-প্রোটকল
- Server name-সার্ভার নেম
- Domain name-ডোমেন নাম
- Toplevel domain name-টপ লেভেল ডোমেন নাম
উদাহরন
http://www.google.com
এখানে
- http-প্রোটকল
- www-সার্ভার নেম
- google-ডোমেন নাম
- .com-টপ লেভেল ডোমেন নাম
ভাইরাস-পাসওয়ার্ড-ফায়ারওয়াল
ওয়েব ব্রাউজার কি?-আই এস পি কি?
No comments