computer SAQ questions answers 2019 H.S. exam -Computer applications er uttarpatra 2019
![]() |
computer SAQ questions answers 2019 H.S. exam |
(S.A.Q)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
(i) MS-Excel-এ Lower() function-টির syntax লেখাে।
উত্তরঃ- =Lower(Text)
অথবা
MS-Excel-এ 10, 20 এবং 30 এই তিনটি মানের গড় নির্ণয় করার syntax-টি লেখাে।
উত্তরঃ- =Average(10,20,30)
(ii) Weak entity বলতে কী বােঝাে?
উত্তরঃ-ডেটা বেসে এমন একটি entity, যার একার সাহায্যে কোনো স্টুডেন্ট/attributes কে ইউনিক ভাবে চেনা সম্ভব না।
(iii) Computer virus বলতে কী বােঝাে?
উত্তরঃ-এক প্রকার ক্ষতিকারক প্রগ্রাম,যা কম্পিউটারের ক্ষতি করে।
অথবা
Firewall কী?
উত্তরঃ-ইন্টারনেট/অন্য নেটওয়ার্ক ও পার্সোনাল কম্পিউটার/ পার্সোনাল নেটওয়ার্ক এর মধ্যে থাকা সুরক্ষা ব্যবস্থ।
(iv) Repeater-এর কাজ কী?
উত্তরঃ-দুর্বল আওয়াজ কে জোরালো করে।
অথবা
Protocol কাকে বলে?
উত্তরঃ-এটি একটি সিস্টেম ব্যবস্থা,যাকে ফলো করেই নেটওয়ার্কে সমস্ত ডেটা আদান-প্রদান করা হয়।
(v) একটি 4-bit adder circuit-এ output-এর মান সর্বাধিক কত হতে পারে?
উত্তরঃ- 4 বা (11111)2
অথবা
Decimal-to-Binary encoder-এ output line-এর সংখ্যা কত?
উত্তরঃ-4 টি
(vi) Basic logic gate ব্যবহার করে XOR gate তৈরি করাে।
উত্তরঃ-
(vii) Rowspan attribute-এর কাজ লেখাে।
উত্তরঃ-দুই বা ততোধিক রো-কে Marge করা এবং রো এর মধ্যে গ্যাপ তৈরি করে।
অথবা
HTML-এ cellpadding-এর কাজ কী?
উত্তরঃ- ডেটা ও Cell এর মধ্যে গ্যাপ তৈরি করে।
(viii) MS-Access-এ wizard বলতে কী বােঝাে?
উত্তরঃ-তালিকা থেকে পছন্দসই ডেটা ইনপুট করা।
অথবা
MS-Access-এ ‘Memo data type-এর কাজ কী?
উত্তরঃ-টেক্স ফিল্ডের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়।অর্থাৎ কোনো ব্যাক্তি বা বস্তু, ইত্যাদির ব্যাপারে অতিরিক্ত তথ্য রাখার জন্য Memo data type-এর ব্যবহার করা হয়।
(ix) Alternate key কাকে বলে?
উত্তরঃ-একাধিক key এর মধ্যে যেটিকে Primary Key সিলেক্ট করা হয়, সেটি বাদে বাকি অন্য সমস্ত Key গুলিকে Alternate key বলে।
(x)HTML-এ নিম্নলিখিত line-টি সবথেকে ছােটো আকারের heading হিসেবে প্রকাশ করার syntax-টি লেখাে ।
"The Gateway of India is established in Mumbai"
উত্তরঃ--<h7>The Gateway of India is established in Mumbai</h7>
অথবা
HTML-এ ‘02,কথাটি লেখার syntax লেখাে।
উত্তরঃ-O<Sub>2</Sub>
(xi) HTML-এ <HR> ও <P> tag-এর একটি করে কাজ লেখাে।
উত্তরঃ-
<HR>tag এর সাহায্যে কোনো লেখার নীচে আনুভূমিক সরললেখা অঙ্কন করা হয়।
<P> tag এর সাহায্যে কোনো লেখাকে প্রারাগ্রাফ এ সাজানো যায়।
অথবা
HTML-এ ‘Picture 1.jpg'-টির height = 200 করার syntax-টি লেখাে।
উত্তরঃ-<img src="Picture 1.jpg" height = "200">
(xii) E-mail ID-র কয়টি অংশ ও কী কী?
উত্তরঃ- 2 টি। Local Part এবং Domain
(xiii) CSMA/CD-র সম্পূর্ণ নামটি উল্লেখ করাে।
উত্তরঃ- Carrier sense Multiple access with Collision Detection
অথবা
Bus topology-র দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তরঃ-
ত্রুটি নির্ধারণ খুব সহজ।
এই নেটওয়ার্ক গঠনে খরচ খুব কম
(xiv) একটি 4 x 1 MUX-এর block diagram-টি অঙ্কন করাে।
উত্তরঃ-
অথবা,
একটি 2 x 4 decoder-এর block diagram-টি অঙ্কন করাে।
উত্তরঃ-
No comments