html tags list-marquee tag in html
html tags list-marquee tag in html
![]() |
html tags list-marquee tag in html |
এল আই ট্যাগ
ট্যাগ:- <Li>...</Li>
Li শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ- Li এর কাজ মুলত OL ও UL এর মধ্যে হয়। Order/Unorder list করার সময় দেখে নিও।
এইচ আর ট্যাগ
ট্যাগঃ- <HR>...</HR>
HR শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ-কোনো লেখার নিচে লাইন আঁকার জন্য ব্যবহৃত হয়।
টেবিল ট্যাগ
ট্যাগঃ- <TABLE>...</TABLE>
TABLE ট্যাগ শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ- টেবিল তৈরি করার কাজে ব্যবহৃত হয়।টেবিলের ভিতরে আবার কিছু ট্যাগ ব্যবহার করা হয়।(TH ও TR ট্যাগ )
TH-ট্যাগ টেবিলের রো এর হেডিং লেখার জন্য।
TR-ট্যাগ টেবিলের রো এর হেডিং ছেড়ে বাকি রো গুলি লেখার জন্য।
ফ্রন্ট ট্যাগ
ট্যাগঃ-<FRONT>...</FRONT>
FRONT tag শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ-কোনো লেখাকে বিভিন্ন ধরনের স্টাইল করতে ব্যবহার করা হয়।
মারকিউ ট্যাগ
ট্যাগঃ- <Marquee>...</Marquee>
Marquee tag শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ- কোনো লেখাকে বা চিত্রকে স্ক্রল করাতে ব্যবহৃত হয়।
সুপারস্ক্রিপ্ট ট্যাগ
ট্যাগঃ-<SUP>...</SUP>
সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ- হোলস্কোয়ার করতে ব্যবহৃত হয়।
সাবস্ক্রিপ ট্যাগ
ট্যাগঃ-<SUB>...</SUB>
সাবস্ক্রিপ ট্যাগ শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ-হোলস্কোয়ারের বিপরীত তথা ডাউনস্কোয়ার করতে ব্যবহৃত হয়।
ফ্রেম ট্যাগ
ট্যাগঃ- <FRAME>...</FRAME>
FRAME tag শুরু ও শেষ করার ট্যাগ।
কাজঃ- কোনো পেজকে আড়াআড়ি অথবা লম্বালম্বি বিভাজন করতে ব্যবহৃত হয়।
এই ছিলো ব্যবহৃত বেসিক ট্যাগসমূহ। বন্ধুরা প্রত্যেকতা ট্যাগ দেখানোর জন্য আলাদা আলাদা পেজ ব্যবহার করবো তাই প্রতিবারে যে <HTML><HEAD><TITLE></TITLE></HEAD></HTML> লেখা হবে এটি প্রতি বারে কমন থাকবে।
আর একটি কথা HTML করার জন্য নোটপ্যাড ব্যবহার করা হয় আর সেভ করার সময়".HTML" বা ".HTM" এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে।
চলো তাহলে ডিটেলস দেখি-click here
No comments