Basic html tags | space tag in html
Basic html tags space tag in html
![]() |
Basic html tags |
Notepad open:- Start-all programs-accessories-Notepad
এবং যা কিছু কোডিং হবে তা .html এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে।
HTML TITLE:- এই অংশে ওয়েব পেজের টাইটেল তথা নাম লেখা হয়।
HTML BODY:- এই অংশে HTML এর সব কাজ করা হয়।
মূল বিষয়বস্তুঃ-
<html><head><title>practics page</title></head>
<body>
Hi friends,how are you?
</body>
</html>
আউটপুট-Click here
আউটপুটে ক্লিক করলে ওয়েব পেজে শুধু "Hi friends,how are you?" লেখাটি দেখবে আর টাইটেল "practics page" দেখবে।
HTML h1, h2 tag:- কোনো টেক্সকে বড়ো/ছোট করার জন্য ব্যবহৃত হয়।
মূল বিষয়বস্তুঃ-
<html><head><title>practics page</title></head>
<body>
<H1>Hi friends,how are you?<H1> <h3>Hi friends,how are you?<H3>
</body>
</html>
আউটপুট-Click here
আউটপুটে ক্লিক করলে ওয়েব পেজে "Hi friends,how are you?" লেখাটি বড়ো(H1) ও তার থেকে একটু ছোট(H3) দেখবে।
HTML Br tag:- লাইনে ব্রেক করে পরবর্তী লাইনে লেখার জন্য ব্যবহৃত হয়।
মূল বিষয়বস্তুঃ-
<html><head><title>practics page</title></head>
<body>
Hi friends,<br>how are you?
</body>
</html>
আউটপুট-Click here
আউটপুটে ক্লিক করলে ওয়েব পেজে "Hi friends,how are you?" লেখাটির মাঝে একটি গ্যাপ বা ব্রেক দেখতে পাবে।
HTML Bold tag:-কোনো টেক্স বা লেখাকে বোল্ড করা হয়।
মূল বিষয়বস্তুঃ-
<html><head><title>practics page</title></head>
<body>
Hi friends,<br><B>how are you?</B>
</body>
</html>
আউটপুট-Click here
আউটপুটে ক্লিক করলে ওয়েব পেজে "how are you?" লেখাটি মোটা হরফে লেখা দেখতে পাবে।
পরের পাতা-Click here
No comments